সর্বশেষ

জাতীয়শীতে রোগ মোকাবিলায় সব হাসপাতালে জরুরি নির্দেশনা
পূজাসহ ধর্মীয় ছুটি বাতিলের খবর ভুয়া : প্রধান উপদেষ্টার প্রেস উইং
দুই দশকের অপেক্ষার অবসান, আজ জকসু নির্বাচনে ভোট
ঈশ্বরদীতে তাপমাত্রা ৮.৪, ঢাকায় নামলো ১৩ ডিগ্রিতে
কলকাতার অ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে ওবায়দুল কাদের
সারাদেশরাউজানে সাবেক যুবদল নেতাকে গুলি করে হত্যা
যশোরে বরফকল মালিক রানা প্রতাপকে গুলি করে হত্যা
ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় সিরাজগঞ্জে তীব্র শীত
শীতে বিপর্যস্ত সাতক্ষীরার জনজীবন, তাপমাত্রা আরও কমার আশঙ্কা
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে বেশিরভাগ বাংলাদেশি সরকারি সহায়তায় নির্ভরশীল: ট্রাম্প
খেলামোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশে আইপিএল সম্প্রচার স্থগিতের নির্দেশ
আইপিএল সম্প্রচার বন্ধে সরকারের সিদ্ধান্তকে বিসিবি'র সমর্থন
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে যুবকের মৃত্যু

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ২:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার জহুরপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর নির্যাতনে রবিউল ইসলাম রবু (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

রোববার (৪ জানুয়ারি) ভোরে জহুরপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য ভারতের জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাতরশিয়া গ্রামের বাসিন্দা এবং তিনি নিজাম উদ্দিনের ছেলে।

নিহতের মা সেফালি বেগম অভিযোগ করে বলেন, শনিবার বিকেলে তার ছেলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরে তিনি জানতে পারেন, বিএসএফের গুলিতে তার ছেলে নিহত হয়েছেন। এরপর আরও তথ্য আসে যে, রবিউলকে আটক করে মারধরের মাধ্যমে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

অন্যদিকে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, শনিবার রাতে রবিউল ইসলামসহ ৫ থেকে ৬ জন অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। বিএসএফ তাদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রবিউল ইসলাম ধরা পড়েন।

তিনি বলেন, বিএসএফ তাকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ বিজিবিকে জানিয়েছে।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, রোববার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

এদিকে ঘটনাটি নিয়ে নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন