কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজকে বাদ দিচ্ছে বিসিসিআই
শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ ৭:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দলের স্কোয়াড থেকে ছাড়তে।
সম্প্রতি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার খবর প্রকাশিত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া গোহাটিতে এ বিষয়ে বলেন, 'সাম্প্রতিক ঘটনার কারণে আমরা কেকেআরকে মোস্তাফিজকে ছাড়ার নির্দেশ দিয়েছি। প্রয়োজন হলে খেলোয়াড় বদল করার অনুমতিও দেওয়া হবে।'
ভারতের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর ও বিজেপি নেতা সঙ্গীত সোমসহ কিছু রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব কেকেআরের মালিক শাহরুখ খানের কাছে মোস্তাফিজকে দল থেকে সরানোর দাবি জানিয়েছেন।
মোস্তাফিজুর রহমানকে গত মাসে অনুষ্ঠিত আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল। এটি কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য আইপিএলের সর্বোচ্চ ক্রয়মূল্য।
এর আগে বিসিসিআই জানিয়েছিল, তারা বাংলাদেশি খেলোয়াড়দের আইপিএলে অংশ নেওয়ার বিষয়ে সরকারের নির্দেশনার অপেক্ষায় আছেন। তবে সম্প্রতি আসা নির্দেশনা অনুযায়ী মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে বলা হয়েছে।
১২০ বার পড়া হয়েছে