সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিনব কায়দায় মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে সোনামসজিদ বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস এলাকায় অবস্থান নেওয়ার সময় এক মোটরসাইকেল থেকে ৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ
স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ৩:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিনব কায়দায় মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে সোনামসজিদ বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস এলাকায় অবস্থান নেওয়ার সময় এক মোটরসাইকেল থেকে ৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, চকপাড়া থেকে বাটুলপাড়া হয়ে সোনাপুর বারিকবাজারের দিকে যাচ্ছিল দুটি মোটরসাইকেল আরোহী। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচে লুকানো ৩০ বোতল ভারতীয় সিরাপ এবং ২৩ বোতল ফেন্সিডিলের বিকল্প সিরাপ উদ্ধার করা হয়।
৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “মাদক চোরাচালান বন্ধে বিজিবি সব ধরনের চেষ্টা অব্যাহত রাখবে। চোরাকারবারীরা যতোই নতুন কৌশল অবলম্বন করুক না কেন, আমরা সব সময় তাদের বিরুদ্ধে তৎপর থাকব।”
জব্দকৃত মাদক ও মোটরসাইকেল আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।
১১১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন