সারাদেশ
কক্সবাজার, ২ জানুয়ারি: কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়ন বৈধ ঘোষণা পাওয়ার পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমদ শুক্রবার নির্বাচন প্রক্রিয়ায় সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
কক্সবাজারে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি সালাউদ্দিন আহমদের
আহসান সুমন, কক্সবাজার
শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ২:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজার, ২ জানুয়ারি: কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়ন বৈধ ঘোষণা পাওয়ার পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমদ শুক্রবার নির্বাচন প্রক্রিয়ায় সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তিনি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, “দেশের জনগণ তাদের ভোটের অধিকার সুরক্ষিত রাখতে উন্মুখ। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে বিষয়টি সরকার ও নির্বাচন কমিশনকে খেয়াল রাখতে হবে।”
সালাউদ্দিন আহমদ আরও বলেন, নির্বাচনী সময় সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বে থাকা সকল বাহিনীকে আরও বেশি সজাগ ও দায়িত্বশীল হতে হবে।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আরা স্বপ্না এবং দলের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
১৬০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন