চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ২:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিএনপির উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকাল জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও স্বাধিকার আন্দোলনের এক বলিষ্ঠ নেতৃত্ব। দেশ ও জাতির জন্য তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক তৌসিকুল ইসলাম তৌসি, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলামসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
১১০ বার পড়া হয়েছে