সাংবাদিক আনছার হোসেনের পরিবারের পাশে সালাহউদ্দিন আহমদ
শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাত্র দুই মাসের ব্যবধানে স্ত্রী ও কিশোর সন্তানকে হারিয়ে গভীর শোকে নিমজ্জিত দৈনিক আমার দেশ পত্রিকার কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার ও অফিস প্রধান সাংবাদিক নেতা আনছার হোসেনের পরিবারের খোঁজ নিতে তাঁর বাড়িতে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ১টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি উত্তর নুনিয়াছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি সাংবাদিক আনছার হোসেনের সদ্যপ্রয়াত স্ত্রী রোকসানা নূর এবং মায়ের শোকে ইন্তেকাল করা কিশোর সন্তান আব্দুল্লাহ রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন। এ সময় মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি।
কবর জিয়ারত শেষে সালাহউদ্দিন আহমদ সাংবাদিক আনছার হোসেনের নিজ বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি আনছার হোসেন, তাঁর জ্যেষ্ঠ পুত্র আব্দুল্লাহ নূর হোসেন রুদ্রসহ স্বজনদের সান্ত্বনা দেন এবং এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, “স্বল্প সময়ের মধ্যে স্ত্রী ও সন্তান হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহ যেন এই শোক সইবার শক্তি ও ধৈর্য এই পরিবারকে দান করেন।”
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর সাংবাদিক আনছার হোসেনের সহধর্মিণী রোকসানা নূর ইন্তেকাল করেন। এর মাত্র দুই মাস তেরো দিনের ব্যবধানে, গত ২৭ ডিসেম্বর মায়ের শোকে অসুস্থ হয়ে তাদের ১৩ বছর বয়সী সন্তান আব্দুল্লাহ রিতাজ হোসেন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরপর দুটি মৃত্যু পুরো পরিবারকে গভীর শোক ও বেদনায় আচ্ছন্ন করে তোলে।
এই মর্মান্তিক ঘটনায় সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সাংবাদিক আনছার হোসেন ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে যাচ্ছে।
১০৩ বার পড়া হয়েছে