সারাদেশ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নাটোরে খালেদা জিয়ার মৃত্যুতে জেলা বিএনপির দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার, নাটোর
শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা নাটোর শহরের পশ্চিম আলাইপুর জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, ছাত্রদলের সহ-সভাপতি রাকিব নেওয়াজ, ছাতনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন, আকবর আলী মিয়াজী, বাবর আলী ভূঁইয়াসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
১০৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন