কুমিল্লায় মনোনয়ন যাচাই শুরু, প্রথম দিনেই ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল
শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ১১:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লার ১১টি সংসদীয় আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রথম দিনে ১ থেকে ৬ নম্বর আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই করা হয়। এদিন যাচাই-বাছাই শেষে তিনটি আসনে মোট ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ইতোমধ্যে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা), কুমিল্লা-২ (হোমনা–তিতাস) ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
কুমিল্লা-১ আসনে মনোনয়ন জমা দেওয়া ১২ জন প্রার্থীর মধ্যে যাচাই শেষে ৭ জনকে বৈধ ঘোষণা করা হয়। বাকি ৫ জনের মনোনয়ন বিভিন্ন ত্রুটির কারণে বাতিল করা হয়। কুমিল্লা-২ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ ও ৪ জনের মনোনয়ন বাতিল হয়। আর কুমিল্লা-৩ আসনে জমা পড়া ৯ জন মনোনয়নপত্রের মধ্যে ৭টি বৈধ ও ২টি বাতিল ঘোষণা করা হয়েছে।
এদিন কুমিল্লা-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-২ আসনে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, হলফনামায় তথ্যের অসঙ্গতি, ঋণখেলাপি হওয়া, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের ত্রুটি এবং প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করায় কিছু মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন। শুক্রবার দিনভর ১ থেকে ৬ নম্বর আসনের মনোনয়ন যাচাই চলবে এবং পরদিন শনিবার বাকি আসনগুলোর মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন করা হবে।
যাচাই-বাছাই চলাকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন প্রার্থীর প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
১০৩ বার পড়া হয়েছে