ফিলোন ডেভেলপমেন্ট পিএলসির শীতবস্ত্র বিতরণ
শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ফিলোন ডেভেলপমেন্ট পিএলসি (ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত)।
শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে তামালতলা মোড় এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির আঞ্চলিক কার্যালয়ে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় মোট ২৫০টি কম্বল অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিলোন ডেভেলপমেন্ট পিএলসি’র চেয়ারম্যান মুহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন বাগাতিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য গোলাম রাব্বানী, বিশিষ্ট সমাজসেবক মমতাজ উদ্দিন, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম মনজুরুল হাসান, নাটোর প্রেস ক্লাবের জুনিয়র সহ-সভাপতি ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ইসাহাক আলী এবং নাটোর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও এস এ টিভির নাটোর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান টুটুলসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফিলোন ডেভেলপমেন্ট পিএলসি’র চেয়ারম্যান মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, “প্রতিবছরের মতো এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রচণ্ড শীতে যদি আমরা দুস্থ, বৃদ্ধ ও অনাথ মানুষদের মাঝে সামান্য হলেও উষ্ণতা ছড়াতে পারি, তাহলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক বলে মনে করবো।”
স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগের জন্য ফিলোন ডেভেলপমেন্ট পিএলসি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১০৫ বার পড়া হয়েছে