আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দেন, দায়-দায়িত্ব আমাদের: লতিফুর রহমান
বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ ৩:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান বলেছেন, দেশের রাজনীতিতে শিগগিরই পরিবর্তন আসতে যাচ্ছে। আওয়ামী লীগ ও বিএনপি থেকে যারা জামায়াতে ইসলামীতে যোগ দেবেন, তাদের সব ধরনের দায়–দায়িত্ব দল নেবে বলে তিনি আশ্বাস দেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া মদনমোড় এলাকায় এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। লতিফুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। যারা অন্য দল থেকে জামায়াতে যোগ দেবেন, তাদের বিষয়ে আইন-আদালত, কোর্ট-কাচারি ও থানাসংক্রান্ত বিষয়েও দল পাশে থাকবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, ‘নবাবগঞ্জ এলাকার সব সমস্যা এখন আমি দেখছি। যারা আওয়ামী লীগ থেকে এসেছেন, তারা নির্ভয়ে থাকতে পারেন। ইনশাআল্লাহ, আপনাদের সব বিষয়ে আমরা দায়িত্ব নেব।’
ধর্মীয় বক্তব্য তুলে ধরে তিনি বলেন, মানুষের গড়া দলের পরিবর্তে আল্লাহর দলের পক্ষে থাকা উচিত। কোরআন মানবজাতির জন্য অবতীর্ণ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ প্রতিটি কাজের হিসাব নেবেন। রাজনৈতিক সম্পর্ক, ভালোবাসা বা বিরোধ—সবকিছুই আল্লাহর জন্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির লতিফুর রহমান বলেন, আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরও জামায়াতে দাওয়াত দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ জামায়াতে যোগ দিচ্ছেন এবং দল থেকে তাদের প্রার্থীও দেওয়া হয়েছে।
নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি একটি আওয়ামী লীগ পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং ১৯৭১ সালের শহীদ পরিবারের সন্তান। স্বাধীনতার পরবর্তী সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলেও দাবি করেন তিনি। পরে ইসলামী ছাত্রশিবিরের মাধ্যমে ইসলাম সম্পর্কে শিক্ষা লাভ করেন বলে বক্তব্য দেন।
তিনি অভিযোগ করেন, যারা আগে আওয়ামী লীগ করতেন এবং বর্তমানে জামায়াতে যোগ দিয়েছেন, তাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলাম মানবতার ধর্ম এবং কোরআনের শিক্ষা সবার জন্য।
বিএনপির সমালোচনার জবাবে লতিফুর রহমান বলেন, জামায়াতকে নিয়ে নেতিবাচক অপবাদ দিয়ে লাভ হবে না। জনগণ এসব বক্তব্য আর গ্রহণ করছে না। রাজনৈতিক দলগুলোকে অতীতের কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানান তিনি।
১২৫ বার পড়া হয়েছে