কলাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ সম্পন্ন
বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ ১০:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪১,২৮৯ জন শিক্ষার্থীর মাঝে ২,১৪,৮০০টি নতুন বই বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার সকল বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম শুরু হয়।
প্রাথমিক পর্যায়ে শতভাগ বই বিতরণ করা হলেও মাধ্যমিক পর্যায়ে চাহিদা অনুযায়ী সব বই না আসায় ৯০ শতাংশ বই বিতরণ করা হয়েছে।
নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। পঞ্চম শ্রেণীর ছাত্র ঞ্জেয়ানওয়েন বলেন, 'নতুন বছরে নতুন বই পেয়ে আমরা খুবই আনন্দিত।'
উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে, শিক্ষার্থীরা নতুন বইয়ের মাধ্যমে তাদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করবে এবং সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহিদা আক্তার বলেন, 'উপজেলার সকল স্কুলের শিক্ষার্থীদের মাঝে শতভাগ বই বিতরণ করা হয়েছে। এটি আমাদের জন্যও আনন্দের বিষয়।'
প্রধান শিক্ষক নাজমুজ সাকিব খান বলেন, 'আমাদের শিক্ষার্থীদের হাতে শতভাগ বই পৌঁছে দিতে পেরে আমরা সন্তুষ্ট।'
১১৯ বার পড়া হয়েছে