খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানের দোয়া প্রার্থনা
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ ৯:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ অনুষ্ঠিত এই জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
জানাজা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন মরহুমার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তিনি তার মায়ের রুহের মাগফিরাত কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় যদি কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, তবে সংশ্লিষ্টদের তার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান। তিনি বলেন, ইনশাআল্লাহ সে ঋণ পরিশোধের ব্যবস্থা করা হবে।
এ ছাড়া, জীবদ্দশায় বেগম খালেদা জিয়ার কোনো আচরণ বা বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে, মরহুমার পক্ষ থেকে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি দোয়া করেন, মহান আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।
লাখো মানুষের উপস্থিতিতে আজকের এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাকে কেন্দ্র করে শাহবাগ থেকে মোহাম্মদপুর পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় জনতার ঢল নামে।
১১৮ বার পড়া হয়েছে