খালেদা জিয়ার জানাজাকে ঘিরে মানিক মিয়া এভিনিউয়ে জনসমুদ্র
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ ৬:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জনসমাগম শুরু হয়েছে। জানাজার সময় নির্ধারিত থাকলেও তার আগেই নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে।
বুধবার দুপুর ২টায় মানিক মিয়া এভিনিউয়ে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা ও দেশের নানা প্রান্ত থেকে মানুষ সেখানে জড়ো হতে শুরু করে।
সরেজমিনে দেখা গেছে, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ও তীব্র শীত উপেক্ষা করেই মানিক মিয়া এভিনিউ ও আশপাশের এলাকায় মানুষের ঢল নেমেছে। সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে লোকসমাগম। দূর-দূরান্ত থেকে আসা মানুষের চোখেমুখে স্পষ্ট একজন আপসহীন দেশনেত্রীকে হারানোর শোক।
সকালের দিক থেকেই ঢাকার প্রবেশপথগুলো দিয়ে সারি সারি যানবাহন রাজধানীতে প্রবেশ করছে। বিভিন্ন জেলা থেকে আগত মানুষজন যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে মানিক মিয়া এভিনিউয়ের দিকে এগিয়ে যাচ্ছেন, প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে।
এদিকে জানাজা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি এপিবিএন, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, এভারকেয়ার হাসপাতাল থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মরদেহবাহী গাড়ি ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত থেকেই মানিক মিয়া এভিনিউ, জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনী মোতায়েন রয়েছে। জানাজা ও দাফন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা বজায় থাকবে।
ডিএমপি জানিয়েছে, জাতীয় এই নেত্রীকে সর্বস্তরের মানুষ যেন নির্বিঘ্নে শেষ শ্রদ্ধা জানাতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে মানিক মিয়া এভিনিউসংলগ্ন সড়কগুলোতেও জনসাধারণের অবস্থানের ব্যবস্থা রাখা হয়েছে।
১১৭ বার পড়া হয়েছে