খালেদা জিয়ার মরদেহ এখন কোথায়
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ ৪:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবনে নেওয়া হয়েছে।
সেখানে সপরিবারে বসবাস করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশেই অবস্থিত খালেদা জিয়ার নিজ বাসভবন ‘ফিরোজা’ থাকলেও শেষ পর্যন্ত মরদেহ নেওয়া হয় তারেক রহমানের বাসায়।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা ১৭ মিনিটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি গুলশানের ওই বাসভবনে পৌঁছায়। এর আগে সকাল ৯টার কিছু আগে এভারকেয়ার হাসপাতাল থেকে যাত্রা শুরু করে অ্যাম্বুলেন্সটি।
মরদেহ আনার খবরে সকাল থেকেই গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ি ও ‘ফিরোজা’ সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরা পুরো এলাকা ঘিরে রাখেন। ব্যারিকেড বসিয়ে গুলশান অ্যাভিনিউ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
এই বাসভবনেই বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন পরিবারের সদস্য, স্বজন ও দলীয় নেতাকর্মীরা। এরপর তার মরদেহ জানাজার জন্য মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হবে। জানাজা শেষে তাকে দাফন করা হবে তার স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৭৯ বছর বয়সে তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে দেশ। রাজনৈতিক দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এই বর্ষীয়ান নেত্রীর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।
১১৫ বার পড়া হয়েছে