মাগুরার দুটি আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১৫ প্রার্থী
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ১:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরার দুটি আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মাগুরা-১ আসনে ১০ জন এবং মাগুরা-২ আসনে ৫ জন প্রার্থী অংশগ্রহণ করছেন।
সোমবার বিকেল ৫টা পর্যন্ত মাগুরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের কার্যালয়ে প্রার্থীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করা হয়।
মাগুরা-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান, জামায়াতে ইসলামী প্রার্থী আব্দুল মতিন, বাসদ কেন্দ্রীয় সদস্য শম্পা বসু, গণফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান, জেলা জাতীয় পার্টির জাকির খান, গণঅধিকার পরিষদের ডা. খলিলুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট কাজি রেজাউল, ইসলামী আন্দোলন বাংলাদেশের নাজিবুল ইসলাম, খেলাফত মজলিসের মোহাম্মদ ফয়জুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী কারাবন্দি কুতুবুল্লাহ হোসেন মিয়া।
মাগুরা-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, জামায়াতে ইসলামি সমর্থিত অধ্যাপক মো: মুসতারশেদ বিল্লাহ বাকের, স্বতন্ত্র প্রার্থী সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এপিএস ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী মোয়াজ্জেম হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোস্তফা কামাল এবং জাতীয় পার্টির মশিউর রহমান।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কাগজপত্র গ্রহণ করেছেন।
১১১ বার পড়া হয়েছে