জয়পুরহাটের দুটি আসনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ১:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দু’টি আসনে সোমবার ১৪ জন প্রার্থী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আল-মামুন মিয়ার কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
প্রার্থীরা হলেন,জয়পুরহাট-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো: মাসুদ রানা প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো: ফজলুর রহমান সাঈদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী তৌফিকা দেওয়ান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মো: ওয়াজেদ পারভেজ, (এবি) আমার বাংলাদেশ পার্টির প্রার্থী সুলতান মো: শামছুজ্জামান,বাংলাদেশ খেলাফত মজলিশ এর প্রার্থী মো: আনোয়ার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার ও মো: জালাল উদ্দিন মন্ডল।
জয়পুরহাট-২ আসনে মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মো: আব্দুল বারী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম রাশেদুল আলম, (এবি) আমার বাংলাদেশ পার্টির এস এ জাহিদ, স্বতন্ত্র প্রার্থী মো: গোলাম মোস্তফা, মো: আমিনুর ইসলাম ও মো: আব্বাস আলী।
জেলায় মোট ভোটার সংখ্যা ৮ লাখ ১৭ হাজার ৮৪৬জন। যার মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৬ হাজার ১৬০জন, আর নারী ভোটার ৪ লাখ ১১ হাজার ৬৭৬জন।
১৪৭ বার পড়া হয়েছে