আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় নছিমন উল্টে নিহত ২
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ১০:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বগুড়ার আদমদীঘি উপজেলায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় একটি নছিমন (ভটভটি) উল্টে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার চাটখইর এলাকার বোয়ালিয়া নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, নওগাঁগামী একটি নছিমনকে পেছন দিক থেকে একটি অজ্ঞাতনামা ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে যায়।
দুর্ঘটনায় নছিমনের যাত্রী রফিকুল ইসলাম (৫৬) ও চঞ্চল (৪৬) গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত রফিকুল ইসলাম নওগাঁ জেলার রানীনগর থানার আমগ্রাম খানপুকুর গ্রামের মৃত লালু সর্দারের ছেলে। অপর নিহত চঞ্চল একই গ্রামের তাহের আলীর ছেলে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ ও দায়ী ট্রাকটি শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
১১৮ বার পড়া হয়েছে