শিবগঞ্জে ককটেল তৈরি ও বিস্ফোরণের আলামত উদ্ধার
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ৪:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককটেল বিস্ফোরণের ঘটনার তদন্তে নেমে বিপুল পরিমাণ গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৫-এর রাজশাহী সিপিসি-১ সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এবং গোপন তথ্যের ভিত্তিতে রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ থানার দুর্লভপুর ইউনিয়নের জিলানী মোড় বাঁধ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বাঁধের পাশে একটি আম বাগান থেকে এসব বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়।
র্যাব জানায়, ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় তিনটি সাদা পলিথিনে সাদা, কালো ও লালচে রঙের প্রায় ২ কেজি ১৫০ গ্রাম গান পাউডার সদৃশ্য গুঁড়া পাওয়া যায়। পাশাপাশি ককটেল তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল কাঁচের গুঁড়া, ভাঙা ব্লেড, লোহার তারকাটা, তিনটি লাল রঙের কসটেপ এবং ১৩টি জর্দার কৌটা।
উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। তবে অভিযানের সময় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি এবং এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
র্যাব-৫ মিডিয়া সেল জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
১১৬ বার পড়া হয়েছে