সারাদেশ
ঘন কুয়াশার কারণে প্রায় সোয়া চার ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে।
কুয়াশা কেটে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
স্টাফ রিপোর্টার
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ৬:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঘন কুয়াশার কারণে প্রায় সোয়া চার ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে নদীতে ঘন কুয়াশা পড়ায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
তিনি আরও বলেন, কুয়াশার ঘনত্ব কমে আসলে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে কর্তৃপক্ষ ফেরি চলাচলের অনুমতি দেয়। চলাচল বন্ধ থাকার সময় পাটুরিয়া ও দৌলতদিয়া প্রান্তের বিভিন্ন ঘাটসহ মাঝনদীতে একাধিক ফেরি অপেক্ষমাণ ছিল।
ফেরি চলাচল শুরু হওয়ায় দীর্ঘক্ষণ আটকে থাকা যানবাহন ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
১১৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন