সর্বশেষ

জাতীয়প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
খালেদা জিয়ার অবস্থা গুরুতর, সংকটময় সময় পার করছেন: মেডিকেল বোর্ড
অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়াল এনবিআর
সারাদেশঘন কুয়াশায় টাঙ্গাইলের ঘাটাইলে দুই বাসের সংঘর্ষ, আহত ২২
সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজে ভয়াবহ আগুন, এক কর্মচারীর মৃত্যু
আন্তর্জাতিকতাইওয়ানের উপকূলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে জাতীয় নির্বাচনের প্রথম ধাপ শুরু
খেলাঅনুশীলনের সময় অসুস্থ হয়ে হাসপাতালে ঢাকার সহকারী কোচ
আন্তর্জাতিক

গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে জাতীয় নির্বাচনের প্রথম ধাপ শুরু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ৬:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গৃহযুদ্ধ ও সহিংসতার মধ্যেই মিয়ানমারে আজ রোববার জাতীয় নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করার পর এটিই দেশটিতে প্রথম জাতীয় নির্বাচন। খবর জানিয়েছে রয়টার্স।

ক্ষমতাসীন সামরিক জান্তা দাবি করছে, এই নির্বাচন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং অর্থনৈতিক পুনর্গঠনের পথে মিয়ানমারকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। তবে জাতিসংঘ, পশ্চিমা দেশগুলো এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হওয়ার সম্ভাবনা কম।

বিশেষ করে জান্তা-বিরোধী প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ না থাকায় ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। নির্বাচনে মূলত অংশ নিচ্ছে সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অবসরপ্রাপ্ত জেনারেলদের দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)।

অন্যদিকে, ২০২০ সালের নির্বাচনে ভূমিধস বিজয় পাওয়া নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চি এখনও কারাবন্দি। তাঁর নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলকে সামরিক সরকার নিষিদ্ধ করেছে।

তিন ধাপে অনুষ্ঠিতব্য এই নির্বাচনের প্রথম ধাপের ভোট হচ্ছে আজ। আগামী ১১ জানুয়ারি ও ২৫ জানুয়ারি দ্বিতীয় ও তৃতীয় ধাপের ভোট গ্রহণের কথা রয়েছে। মোট ৩৩০টি টাউনশিপের মধ্যে ২৬৫টিতে ভোট আয়োজনের পরিকল্পনা থাকলেও এসব এলাকার সব জায়গায় জান্তার কার্যকর নিয়ন্ত্রণ নেই। ভোট গণনা ও ফল ঘোষণার নির্দিষ্ট সময়সূচিও এখনও জানানো হয়নি।

মিয়ানমার বিষয়ে বিশেষজ্ঞ ও থাইল্যান্ডের কাসেতসার্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লালিতা হানওয়ং মনে করেন, এই নির্বাচন মূলত সামরিক বাহিনীর দীর্ঘমেয়াদি ক্ষমতা ধরে রাখার কৌশল। বিশ্লেষকদের মতে, চলমান সশস্ত্র সংঘাত ও রাজনৈতিক অস্থিরতার কারণে নির্বাচনের মাধ্যমে একটি কার্যকর ও স্থিতিশীল সরকার গঠন করা জান্তার জন্য বড় চ্যালেঞ্জ হবে। আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে।
 

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন