রাজনীতি
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলীয় জোটের সঙ্গে রাজনৈতিক জোট গঠন বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভেতরে মতবিরোধ দেখা দিয়েছে।
জামায়াত জোটে এনসিপির নেতাদের আপত্তি, ৩০ নেতার চিঠি
স্টাফ রিপোর্টার
শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ ৩:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলীয় জোটের সঙ্গে রাজনৈতিক জোট গঠন বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভেতরে মতবিরোধ দেখা দিয়েছে।
দলটির কেন্দ্রীয় কমিটির অন্তত ৩০ জন সদস্য এ বিষয়ে আপত্তি জানিয়ে আনুষ্ঠানিকভাবে দলের নেতৃত্বকে অবহিত করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) এই নীতিগত বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তারা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে একটি চিঠি দেন। চিঠিতে সম্ভাব্য জোট বা নির্বাচনী সমঝোতা নিয়ে দলের আদর্শিক অবস্থান ও রাজনৈতিক কৌশল পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে দলের যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে চিঠির বিস্তারিত বক্তব্য সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে আর কোনো মন্তব্য করেননি।
দলীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে এনসিপির ভেতরে আলোচনা ও পর্যালোচনা চলমান রয়েছে।
১১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন