সর্বশেষ

জাতীয়এনসিপি ছাড়লেন তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা
জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩০ নেতার চিঠি
কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
ফিঙ্গারপ্রিন্টের ২৪ ঘণ্টার মধ্যেই তারেক রহমানের এনআইডি প্রস্তুত: ডিজি
শহীদ ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানালেন তারেক রহমান
২৯ ডিসেম্বরের আগেই জামায়াত–এনসিপির আসন সমঝোতা চূড়ান্ত
দেশজুড়ে বাড়ছে শীত, যশোরে তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে
সারাদেশঘন কুয়াশায় টাঙ্গাইলের ঘাটাইলে দুই বাসের সংঘর্ষ, আহত ২২
সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজে ভয়াবহ আগুন, এক কর্মচারীর মৃত্যু
আন্তর্জাতিকসোমালিল্যান্ড স্বীকৃতি প্রত্যাহারে ইসরায়েলের প্রতি কঠোর আহ্বান সোমালিয়ার
খেলাঅনুশীলনের সময় অসুস্থ হয়ে হাসপাতালে ঢাকার সহকারী কোচ
রাজনীতি

এনসিপি ছাড়লেন তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ ৩:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং তার স্বামী, এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

শনিবার সন্ধ্যায় দলটির অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা পদত্যাগের সিদ্ধান্ত জানান।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। খালেদ সাইফুল্লাহ গণমাধ্যমকে জানান, তিনি ব্যক্তিগত কারণে দল ছাড়ছেন। একই সঙ্গে তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে অংশ নেবেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে ঘোষণা দিয়েছেন।

এদিকে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. তাসনিম জারা জানান, তার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে ঢাকা-৯ আসনের জনগণ ও দেশের সেবা করার। তবে বর্তমান বাস্তবতায় তিনি কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন না। নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার অঙ্গীকার ধরে রাখতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে লড়বেন বলে জানান।

তাসনিম জারা এর আগে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে গণচাঁদার মাধ্যমে প্রায় ৪৭ লাখ টাকা সংগ্রহ করেছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে এক শতাংশ ভোটারের স্বাক্ষর প্রয়োজন হওয়ায় তিনি সমর্থকদের কাছে স্বাক্ষরের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে যারা তাকে আগে চাঁদা দিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাদের অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।

এনসিপির একাধিক সূত্র জানিয়েছে, জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট গঠনের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েই তাসনিম জারা পদত্যাগ করেছেন। দলটির জ্যেষ্ঠ নারী নেতাদের একটি বড় অংশ ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোটের বিরোধিতা করে আসছিলেন। এ বিষয়ে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ সদস্যসচিব নাহিদ সারোয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীন ও যুগ্ম সদস্যসচিব নুসরাত তাবাসসুমসহ কয়েকজন নেতা দলীয় ফোরামে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

দলীয় সূত্র আরও জানায়, আগে ঢাকা-৯ আসনে জোটের প্রার্থী হিসেবে তাসনিম জারার নাম আলোচনায় ছিল। তার পদত্যাগের পর ওই আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে হুমায়রা নূরের নাম উঠে এসেছে। তবে জামায়াতে ইসলামি ওই আসন ছেড়ে দেবে কি না, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন