ফিঙ্গারপ্রিন্টের ২৪ ঘণ্টার মধ্যেই তারেক রহমানের এনআইডি প্রস্তুত: ডিজি
শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ ৭:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর সর্বনিম্ন ৭ থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানান।
তিনি বলেন, তারেক রহমান বায়োমেট্রিক তথ্য (ফিঙ্গারপ্রিন্ট) দেওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে এনআইডি প্রস্তুত করা হবে। সাধারণত ৭–৮ ঘণ্টার মধ্যেও এটি দেওয়া সম্ভব, তবে সর্বোচ্চ ২৪ ঘণ্টার বেশি সময় লাগবে না।
হুমায়ুন কবীর আরও জানান, নির্বাচন কমিশন এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। যে কক্ষে বসে তারেক রহমান বায়োমেট্রিক তথ্য দেবেন, সেটিও ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।
এদিকে, আজই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই দিনে তার সঙ্গে তার মেয়ে জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করবেন বলে জানা গেছে।
এর আগে শনিবার বেলা সাড়ে ১১টায় তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির কবরে জিয়ারত করেন।
১২০ বার পড়া হয়েছে