সর্বশেষ

জাতীয়দেশজুড়ে বাড়ছে শীত, যশোরে তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে
লুথার কিং-এর স্বপ্ন থেকে তারেকের পরিকল্পনা: নতুন স্লোগানের গল্প
১৭ বছর পর দেশে তারেক রহমান: রাজনীতির মোড় ঘোরানোর ইঙ্গিত
সারাদেশমেঘনায় লঞ্চ দুর্ঘটনা: অ্যাডভেঞ্চার-৯ আটক, চার কর্মী হেফাজতে
চাঁদপুরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে ৪
কুয়াশা কেটে যেতেই পদ্মা-যমুনায় ফেরি চলাচল স্বাভাবিক
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: বেইজিং
খেলাআজ থেকে শুরু বিপিএলের দ্বাদশ আসর, উদ্বোধনী ম্যাচ সিলেটে
সারাদেশ

ভোটার সচেতনতা জোরদারে সাতক্ষীরায় ‘ভোটের গাড়ি’ প্রচারণার যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ৩:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটারদের সচেতন ও অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে সাতক্ষীরায় শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী প্রচারণা কর্মসূচি ‘ভোটের গাড়ি’।

জেলা তথ্য অফিসের উদ্যোগে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ভোটের গাড়ি’র যাত্রা উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ আফরোজা আখতার। এ সময় জেলা পুলিশ সুপার জুয়েল আরেফিন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্তসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অসংখ্য মানুষ আত্মত্যাগ করেছেন। শহীদদের সেই ত্যাগের ওপর দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে জাতি। তিনি জানান, গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে ‘জুলাই সনদ’ প্রণয়ন করেছে, যা সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এই গণভোটের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, গণভোটে মোট চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে। এর মধ্যে একটি প্রশ্নে নির্বাচনী ব্যবস্থাপনা ও নির্বাচনকালীন সরকারের কাঠামো ‘জুলাই সনদে’ প্রস্তাবিত নীতিমালার আলোকে পরিচালনার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া বর্তমানে এক কক্ষবিশিষ্ট সংসদের পরিবর্তে দুই কক্ষবিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাবও রয়েছে, যেখানে ৩০০ জন নির্বাচিত সংসদ সদস্যের পাশাপাশি ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ থাকবে। এই উচ্চকক্ষ আইন প্রণয়ন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবে।

ডিসি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো অঙ্গীকারবদ্ধ থাকবে এবং আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক, তারা এই সনদ বাস্তবায়নে কাজ করবে—এই বার্তাই তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ‘ভোটের গাড়ি’ প্রচারণা শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে এটি জেলার প্রতিটি উপজেলায় পরিচালিত হবে।

তিনি ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে স্কুল-কলেজের নতুন ভোটারদের মাঝেও সচেতনতা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারের এই উদ্যোগটি জনসম্মুখে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

শীতের সকাল উপেক্ষা করে শিল্পী-কুশলীদের পরিবেশনা উপভোগ করতে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ভিড় করেন সাধারণ মানুষ। এতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে প্রাণবন্ত হয়ে ওঠে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন