সিলেটে পর্দা উঠছে বিপিএল দ্বাদশ আসরের, ফাইনাল ২৩ জানুয়ারি ঢাকায়
শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ৪:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫–২৬ মৌসুমের দ্বাদশ আসর। টুর্নামেন্টের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে সিলেটে।
উদ্বোধনী দিনে মাঠে নামবে স্বাগতিক সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। আসরের পর্দা নামবে আগামী ২৩ জানুয়ারি, ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে।
এবারের বিপিএলে সিলেট, চট্টগ্রাম ও ঢাকা—এই তিন ভেন্যুতে মোট ৩৪টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। সিলেট পর্ব শেষে টুর্নামেন্ট যাবে চট্টগ্রামে। এরপর শেষ পর্ব ও প্লে-অফের জন্য আবার ঢাকায় ফিরবে বিপিএল।
প্লে-অফ পর্বের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়। ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে ২১ জানুয়ারি। সম্ভাব্য আবহাওয়া কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কথা মাথায় রেখে প্লে-অফ ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
দ্বাদশ আসরের বিপিএলে অংশ নিচ্ছে মোট ছয়টি দল—ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। টুর্নামেন্টজুড়ে প্রতিটি দল একাধিকবার মুখোমুখি হবে একে অপরের, যার মাধ্যমে জমজমাট লড়াইয়ের প্রত্যাশা করছেন ক্রিকেটপ্রেমীরা।
উদ্বোধনী দিনে বিকেল ৩টায় সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের দ্বাদশ আসরের যাত্রা। একই দিন সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। পুরো টুর্নামেন্টজুড়ে দিনে ও রাতে ম্যাচ আয়োজন করা হবে, যাতে দর্শকরা উপভোগ করতে পারেন রোমাঞ্চকর টি-টোয়েন্টি ক্রিকেট।
১০৬ বার পড়া হয়েছে