সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বড়দিন উদযাপন, বিশ্ব শান্তির প্রার্থনা
বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ ৪:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
যিশু খ্রিষ্টের শান্তি ও মানবতার বার্তা স্মরণ করে সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় খ্রিষ্টান ধর্মালম্বীরা তাদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করেছে।
বৃহস্পতিবার দুপুরে বেলকুচি উপজেলার ট্যাংগাইসা গির্জায় নাচ–গান ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
এ উপলক্ষে গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়, যেখানে বিশ্ব মানবতার মঙ্গল, সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়। ধর্মীয় আরাধনা পরিচালনা করেন পাল পুরোহিত ফাদার কার্লো বুর্জি। প্রার্থনা শেষে কেক কাটা, মিষ্টি বিতরণ, কীর্তন ও ভোজের মধ্য দিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেন উপস্থিত ধর্মপ্রাণ খ্রিষ্টানরা।
অনুষ্ঠানে ফাদার কার্লো বুর্জি বলেন, যিশু খ্রিষ্ট গোয়ালঘরে জন্ম নিয়ে মানবতার যে শিক্ষা দিয়েছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর কাছে উঁচু-নিচু ভেদাভেদ নেই। বড়দিনের এই পবিত্র দিনে আমরা প্রতিটি পরিবারের কল্যাণ ও বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করছি।
এদিকে, আদিবাসী অধ্যুষিত তাড়াশ উপজেলার গুল্টা আবে মারিয়া গির্জাতেও একইভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ক্রিসমাস ডে পালিত হচ্ছে।
১১৭ বার পড়া হয়েছে