সর্বশেষ

জাতীয়দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান
রাজধানীর মগবাজারে বোমা বিস্ফোরণে যুবক নিহত
জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগ, প্রজ্ঞাপন জারি
বাংলাদেশের হাইকমিশনারকে ফের তলব করল ভারত
ঢাকায় আংশিক মেঘলা আকাশ, কমছে তাপমাত্রা
সারাদেশজামালপুরে যমুনা সারকারখানার উৎপাদন শুরু
শৈত্যপ্রবাহে স্থবির উত্তরের জনজীবন, বিপাকে নিম্নআয়ের মানুষ
তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে দৌলতপুরে উচ্ছ্বাস, ঢাকায় যাচ্ছেন সহস্রাধিক
আন্তর্জাতিকআঙ্কারার কাছে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৮
খেলাঅনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা, অধিনায়ক থমাস রিউ
জাতীয়

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান

লন্ডন প্রতিনিধি
লন্ডন প্রতিনিধি

বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ৬:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাতে তিনি লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেন।

বাংলাদেশ সময় রাত সোয়া ১০টার দিকে তারেক রহমান হিথরো বিমানবন্দরে পৌঁছান। এরপর তিনি চেক-ইন সম্পন্ন করে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার রাত আটটার পর লন্ডনের বাসা থেকে পরিবারের সদস্যদের নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। তারেক রহমান বিমানবন্দরে পৌঁছানোর আগেই তাঁর বিশেষ সহকারী আবদুর রহমান (সানি) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন তাঁর লাগেজ চেক-ইনের কাজ সম্পন্ন করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

তারেক রহমানের এই প্রত্যাবর্তন উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করেছে বিএনপি। বুধবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিন দিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, বৃহস্পতিবার বিমানবন্দরে পৌঁছানোর পর দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ে বা ৩০০ ফিট সড়ক হয়ে নির্ধারিত সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে উপস্থিত নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন। পরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে বিমানবন্দর সড়ক, কাকলী মোড় হয়ে গুলশান-২–এ তাঁর বাসভবনে ফিরবেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। শনিবার তাঁর আরও দুটি কর্মসূচি রয়েছে। ওই দিন তিনি জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কাজ করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ ওসমান বিন হাদিরের কবর জিয়ারত করবেন।
 

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন