সর্বশেষ

জাতীয়দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান
রাজধানীর মগবাজারে বোমা বিস্ফোরণে যুবক নিহত
জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগ, প্রজ্ঞাপন জারি
বাংলাদেশের হাইকমিশনারকে ফের তলব করল ভারত
ঢাকায় আংশিক মেঘলা আকাশ, কমছে তাপমাত্রা
সারাদেশজামালপুরে যমুনা সারকারখানার উৎপাদন শুরু
শৈত্যপ্রবাহে স্থবির উত্তরের জনজীবন, বিপাকে নিম্নআয়ের মানুষ
তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে দৌলতপুরে উচ্ছ্বাস, ঢাকায় যাচ্ছেন সহস্রাধিক
আন্তর্জাতিকআঙ্কারার কাছে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৮
খেলাঅনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা, অধিনায়ক থমাস রিউ
সারাদেশ

কুমিল্লা-৬ আসনে স্বতন্ত্র থেকে লড়বেন হাজী ইয়াছিন, মনোনয়ন সংগ্রহ

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি

বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ৪:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে অভ্যন্তরীণ বিভক্তি প্রকাশ্যে এসেছে। দলীয় মনোনয়ন না পেলে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করানোর প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।

এরই ধারাবাহিকতায় বুধবার (২৪ ডিসেম্বর) সকালে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে হাজী ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কুমিল্লা-৬ আসনটি সদর, আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত। এ আসনে বিএনপির মনোনয়ন প্রশ্নে স্থানীয় নেতাকর্মীদের অবস্থান দিন দিন স্পষ্ট হচ্ছে। তাদের দাবি, দলীয় মনোনয়ন হাজী ইয়াছিনের পক্ষেই আসা উচিত—আর তা না হলে তাঁকে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই মাঠে নামানো হবে।

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এ বারী সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, মাহবুবুর রহমান দুলাল, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাবেক সভাপতি আমিনুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য রিয়াজ খান রাজু, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লবসহ মহানগর ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি বলেন, দলীয় নিয়ম অনুসরণ করেই হাজী আমিন উর রশিদ ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র ও দলীয় চিঠিসহ তা জমা দেওয়া হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দলের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ও ত্যাগী নেতার জনপ্রিয়তা দল যথাযথভাবে মূল্যায়ন করবে।

আদর্শ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বলেন, হাজী ইয়াছিন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ছিলেন এবং বর্তমানে চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে রাজনৈতিক নিপীড়নের শিকার নেতাকর্মীদের জামিন, আইনি সহায়তা, চিকিৎসা ও পরিবার দেখভালের ক্ষেত্রে হাজী ইয়াছিন সরাসরি ভূমিকা রেখেছেন। এ কারণেই নেতাকর্মীদের মধ্যে তাঁর প্রতি আলাদা আস্থা ও গ্রহণযোগ্যতা রয়েছে। কুমিল্লা-৬ আসনের ভোটারদের কাছেও তিনি একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিত।

স্থানীয় নেতারা অভিযোগ করেন, সীমানা জটিলতার অজুহাতে ভিন্ন এলাকার প্রার্থীকে এই আসনে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। দলীয় মনোনয়ন না মিললেও হাজী ইয়াছিনকেই প্রার্থী হিসেবে দেখতে চান তারা।

এদিকে জানা গেছে, কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে গুরুত্বপূর্ণ সদর আসন কুমিল্লা-৬-এ বিএনপির মনোনয়ন পেয়েছেন চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ সিদ্ধান্তের প্রতিবাদে হাজী ইয়াছিনের অনুসারীরা আগেই আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে দলীয় হাইকমান্ড পুনর্বিবেচনার আশ্বাস দিলে তারা কর্মসূচি স্থগিত করেন।

এ বিষয়ে হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে জেল-জুলুম ও নির্যাতনের মধ্যেও তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন এবং নেতাকর্মীরাও তাঁকে ছেড়ে যাননি। নেতাকর্মীদের অনুরোধেই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তাঁর কাছে সরাসরি চূড়ান্ত মনোনয়নের দাবি জানানো হবে।

হাজী ইয়াছিনের অনুসারী নেতারা জানান, দলীয় মনোনয়নের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে। এর অংশ হিসেবে কুমিল্লা-৬ আসনের কমপক্ষে এক শতাংশ ভোটারের স্বাক্ষর, ভোটার আইডি নম্বর, কেন্দ্রভিত্তিক তথ্যসহ নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সব কাগজপত্র সংগ্রহ ও প্রস্তুতের কাজ চলছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন