মেহেরপুর-২ গাংনী আসনে বিএনপির প্রার্থী মোঃ আমজাদ হোসেন
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ১:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
মেহেরপুর-২ (গাংনী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মোঃ আমজাদ হোসেন। বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তাকে মনোনয়নপত্র প্রদান করা হয়।
দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গাংনী আসনে আমজাদ হোসেনকে প্রার্থী করা হয়েছে। মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গাংনী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়। অনেক নেতা-কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানায় এবং বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণের মাধ্যমে এই আনন্দ প্রকাশ করা হয়।
মনোনয়নপত্র গ্রহণের পর মোঃ আমজাদ হোসেন সাংবাদিকদের বলেন, “দল যে আস্থা ও বিশ্বাস রেখেছে, আমি তা যথাযথভাবে মূল্যায়ন করতে চাই। গাংনীর সাধারণ মানুষের সুখ-দুঃখ, অধিকার ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেব। দেশের মানুষ এখন গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচারের প্রত্যাশায় মুখিয়ে আছে। সেই লক্ষ্যেই বিএনপি কাজ করছে। আমি বিশ্বাস করি, গাংনীর জনগণ আমাদের আন্দোলন ও নির্বাচনী যাত্রায় পাশে থাকবে এবং ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবে।”
স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, চূড়ান্ত প্রার্থী ঘোষণার মাধ্যমে গাংনী আসনে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে। তৃণমূল পর্যায়ে গণসংযোগ ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, মেহেরপুর-২ (গাংনী) আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোনয়নের পর থেকে এ আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও প্রস্তুতির ধারা শুরু হয়েছে।
১১২ বার পড়া হয়েছে