মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে ৭ মাদকসেবীর জেল ও জরিমানা
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মেহেরপুরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে সাতজন মাদকসেবীকে ভ্রাম্যমান আদালত জেল এবং জরিমানা করেছে।
বুধবার দুপুরে সদর উপজেলার বুড়িপোতা ও গভীপুর এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান।
জেল ও অর্থদণ্ড প্রাপ্তরা হলেন: মেহেরপুর বুড়িপোতা গ্রামের মৃত হেরেন শেখের ছেলে মোঃ আলফাজ হোসেন (৫৫), মোঃ নাছির আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩২), ধুলো শেখের ছেলে মোঃ আব্দুর রশিদ (৪০), গাংনী উপজেলার ঝিনেরপুল এলাকার নজরুল ইসলামের ছেলে মোঃ রিয়াসাদ আজিম রনি (৩৭), গোভীপুর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে মোঃ রিপন হোসেন, গাংনী শিশিরপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে মোঃ আবু আনছারি আলম (৩৯), ও গোভীপুর গ্রামের কাইয়ুম চৌধুরীর ছেলে সাব্বির আহমেদ ওরফে জনি (৪০)।
প্রতিবেদন অনুযায়ী, সদর থানার বুড়িপোতা এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়ে ১৫ গ্রাম গাঁজা সহ তিনজনকে গ্রেফতার করা হয়। অপরদিকে গোভীপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ পান করা অবস্থায় চারজনকে আটক করা হয়। আটকসদস্যদের বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেহেরপুরের পরিদর্শক বিনোদবিহারী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
১২৮ বার পড়া হয়েছে