তারেক রহমানকে স্বাগত জানাতে জামালপুর থেকে ঢাকায় যাচ্ছে বিপুলসংখ্যক নেতাকর্মী
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জামালপুর জেলা ও এর সাতটি উপজেলা থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, জামালপুর জেলা থেকে প্রায় ৫০ হাজার নেতাকর্মী ঢাকায় যোগ দেবেন।
দলীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুর থেকে ‘জামালপুর স্পেশাল ট্রেন’ নামে একটি বিশেষ ট্রেনের পাশাপাশি প্রায় ২০০টি বাস, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহনে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। ইতোমধ্যে অনেক নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ কারণে গত কয়েকদিন ধরে জামালপুর রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালগুলোতে স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত ভিড় লক্ষ্য করা গেছে।
জানা গেছে, জামালপুর স্পেশাল ট্রেনটি আগামী ২৫ ডিসেম্বর ভোর ৫টায় জামালপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ট্রেনটি ময়মনসিংহ, গফরগাঁও, জয়দেবপুর ও বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে। একই দিন সন্ধ্যা ৭টায় ট্রেনটি ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে এসে রাত ১টা ৪৫ মিনিটে জামালপুর পৌঁছানোর কথা রয়েছে। ১০টি কোচবিশিষ্ট এই ট্রেনে মোট ৫৩০টি আসন রয়েছে। ট্রেন ভাড়ার সম্পূর্ণ অর্থ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।
জেলা বিএনপির সূত্রে জানা যায়, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন থেকে প্রায় ৩ হাজার, জামালপুর-২ (ইসলামপুর) থেকে ২ হাজার, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) থেকে ৮ হাজার, জামালপুর-৪ (সরিষাবাড়ী) থেকে ৫ হাজার এবং জামালপুর-৫ (জামালপুর সদর) আসন থেকে প্রায় ৩০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল আহসান সুমন জানান, বাংলাদেশ রেলওয়ের কাছে আবেদনের পর একটি বিশেষ ট্রেন বরাদ্দ পাওয়া গেছে এবং ট্রেনের ভাড়া সম্পূর্ণ পরিশোধ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে বাসে করে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বলে তিনি জানান।
জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্পেশাল ট্রেন, শতাধিক বাস ও অন্যান্য যানবাহনে করে নেতাকর্মীরা ঢাকায় যাবেন বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম জানান, সরিষাবাড়ী উপজেলা থেকে প্রায় ৩২টি বাসে করে পাঁচ হাজারের মতো নেতাকর্মী ঢাকায় যাবেন।
এ বিষয়ে জামালপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আকতার হোসেন সেখ জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী জামালপুর স্পেশাল ট্রেনটি ২৫ ডিসেম্বর ভোরে জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সন্ধ্যায় ঢাকায় থেকে জামালপুরের পথে রওনা করবে।
১১৩ বার পড়া হয়েছে