মানিকগঞ্জে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মানববন্ধন
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ১০:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গণতন্ত্রের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি, নির্বাচন বানচালের অপচেষ্টা, রাজনৈতিক হত্যা ও খুন, পাশাপাশি সংবাদপত্র ও সাংস্কৃতিক সংগঠনের ওপর হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে জেলা গণতান্ত্রিক যুক্তফ্রন্টের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সংঘটিত হত্যা ও খুনের ঘটনা এবং প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী ও ছায়ানটের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু করার জোর দাবি জানান।
কর্মসূচিতে সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং বাংলাদেশ জাসদ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শাহজাহান আলী (সাজু মল্লিক)-এর সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ জাসদ মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইমন চৌধুরী, সিপিবি জেলা কমিটির সদস্য সেতুয়ার হোসেন খান, খুশি মোহন দাস, সেলিম মোল্লা, নাসির উদ্দিন, আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা গণতন্ত্র রক্ষা ও রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
৩১০ বার পড়া হয়েছে