জামালপুরে নারীর নিরাপত্তা ও অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ৭:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পল্লী উন্নয়ন একাডেমী জামালপুরের আয়োজনে মঙ্গলবার সকালে 'নারীর নিরাপত্তা ও অধিকার: আইন, সমাজ ও করণীয়' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইমেরুল কবির, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনুবা ইসলাম, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম.এ. জলিল, জামালপুর জেলা প্রেস ক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম ও সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী।
বক্তারা নারীর অধিকার ও ক্ষমতায়নের পাশাপাশি নারীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা দেশের আইন ব্যবস্থায় নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমাজের করণীয় নিয়ে আলোকপাত করেন। বক্তারা আশা প্রকাশ করেন, নারীর স্বাবলম্বিতা নিশ্চিত করা হলে এটি নতুন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১১৯ বার পড়া হয়েছে