কক্সবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলিয়াছ মিয়ার ঘোষণা
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ৫:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন পরিবেশ ও মানবাধিকারকর্মী মোহাম্মদ ইলিয়াছ মিয়া।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তিনি তার প্রার্থীতা ঘোষণা করেন। নিপীড়িত ও অধিকার-বঞ্চিত মানুষের পক্ষে কাজ করা সংগঠন ‘কক্সবাজার ইনিশিয়েটিভ’-এর উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ইলিয়াছ মিয়া বলেন, কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে নানাভাবে বঞ্চনার শিকার হয়ে আসছে। পরিবেশ সুরক্ষা, মানবাধিকার, ভূমি দখল, কর্মসংস্থান ও সামাজিক ন্যায়বিচারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদে সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরতেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের আস্থা ও সমর্থন নিয়ে একটি বৈষম্যহীন, মানবিক এবং পরিবেশবান্ধব কক্সবাজার গড়ে তোলাই তার লক্ষ্য। সংসদে গেলে কেবল উন্নয়ন নয়, নিপীড়িত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে জানান।
সংবাদ সম্মেলনে কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পরিবেশবাদী সংগঠনের কর্মী, মানবাধিকারকর্মীসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই জনপদের মানুষের সমস্যাগুলো জাতীয় সংসদে জোরালোভাবে তুলে ধরতে একজন সাহসী ও জনবান্ধব প্রতিনিধির প্রয়োজন। তাদের মতে, অধিকার-বঞ্চিত মানুষের পক্ষে সোচ্চার একজন প্রার্থী হিসেবে ইলিয়াছ মিয়া সেই প্রত্যাশার প্রতিফলন।
সংবাদ সম্মেলন শেষে উপস্থিত জনতা করতালির মাধ্যমে তার প্রার্থীতা ঘোষণাকে স্বাগত ও অভিনন্দন জানান।
১২০ বার পড়া হয়েছে