সারাদেশ
মাগুরায় “নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি” বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা সোমবার স্থানীয় কেশব মোড়ের জেলা মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মাগুরায় নারীর মানবাধিকার বিষয়ক কর্মশালা
মাগুরা প্রতিনিধি
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ১২:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
মাগুরায় “নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি” বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা সোমবার স্থানীয় কেশব মোড়ের জেলা মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলা মহিলা পরিষদের সভাপতি কাজী লাবনী জামানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী লিপিকা দত্ত, অর্থ সম্পাদক কামরুন্নাহার বকুল, সহ-সাধারণ সম্পাদক লিপি জোয়ারদার, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণা সরকার, প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক শ্রাবন্তী গোস্বামী, সুদিপ্তা জামান নিপু, বাসনা রায়, সুলতানা বেগম, ফাতেমা বেগম ও সোনালী হালদারসহ অন্যান্যরা।
কর্মশালায় বক্তারা নারীদের স্বাবলম্বী, সচেতন ও মানবাধিকার বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশে নারীর মানবাধিকার সংরক্ষণ ও সংবর্ধন কর্মসূচির অংশ হিসেবে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
১১১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন