সারাদেশ
জামালপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর শুভ উদ্বোধন হয়েছে।
জামালপুরে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
ফজলে এলাহী মাকাম, জামালপুর
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর শুভ উদ্বোধন হয়েছে।
আজ ২২ ডিসেম্বর সোমবার সকালে জামালপুরের অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী উক্ত টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির সাবেক পরিচালক অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, জেলা ক্রীড়া অফিসার (ভারপ্রাপ্ত) ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ আরও অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা খেলাধুলার মাধ্যমে দেহমন ও চরিত্র গঠন করার ওপর গুরুত্ব আরোপ করেন এবং যুবসমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত থেকে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অবদান রাখার আহ্বান জানান।
উদ্বোধনী ম্যাচে টাঙ্গাইল জেলা ও শেরপুর জেলা অংশগ্রহণ করে।
১৩৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন