জামালপুরে ব্লক বাটিক ও সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে অপরাজেয় বাংলাদেশ জামালপুর সেফ হোমের কিশোরী ও কমিউনিটি মায়েদের জন্য আয়োজিত ৭ দিনব্যাপী ব্লক বাটিক ও সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তর জামালপুরের উদ্যোগে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস নাজনীন আক্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামাল হোসেন, অপরাজেয় বাংলাদেশ জামালপুরের কেন্দ্র ব্যবস্থাপক মোঃ আশরাফসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত কিশোরীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্লক বাটিক ও সেলাই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের আত্মউন্নয়নের পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
১৬৭ বার পড়া হয়েছে