সর্বশেষ

জাতীয়ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত
হাদি’র জানাজা ঘিরে কড়া নিরাপত্তা ও ট্রাফিক বিধিনিষেধ
ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হলো শরিফ ওসমান হাদির মরদেহ
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা আজ
লন্ডনে ফিরে গেলেন ডা. জুবাইদা রহমান
শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে আসছে আজ
সারাদেশওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ-ভাঙচুর, অবরোধ ও অগ্নিসংযোগ
আন্তর্জাতিকইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, নারী-শিশুসহ নিহত ৭
খেলাকলম্বিয়া কাপ ফাইনালে ভয়াবহ দাঙ্গা, পুলিশসহ আহত ৫৯
খেলা

আইএল টি-টোয়েন্টিতে তাসকিন-মোস্তাফিজের লড়াই, তাসকিনের ৩ উইকেট

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ৪:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) একই ম্যাচে মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের দুই পেস তারকা তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তাসকিনের শিকার ছিল বেশি, তবে বোলিংয়ে কিছুটা খরুচে থেকেছেন তিনি।

শারজা ওয়ারিয়র্সের হয়ে খেলতে নামা তাসকিন আহমেদ ৪ ওভার বোলিং করে ৪০ রান দিয়ে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। উইকেটের হিসেবে সফল হলেও ওভারপ্রতি ১০ রান দেওয়ায় তার বোলিং নিয়ে আলোচনা তৈরি হয়েছে। অপরদিকে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন মোস্তাফিজুর রহমান।

ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শারজা ওয়ারিয়র্সের অধিনায়ক সিকান্দার রাজা। শুরুতেই সাফল্য পায় শারজা, দলীয় মাত্র ৩ রানে ওপেনার শায়ান জাহাঙ্গীরকে ফিরিয়ে দেন রাজা নিজেই। তবে এরপর জর্ডান কক্স ও আফগান ব্যাটার সেদিকউল্লাহ আতাল ৩১ বলে ৪৭ রানের জুটি গড়ে দুবাই ক্যাপিটালসকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেন।

ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে এই জুটি ভাঙেন তাসকিন আহমেদ। ২৮ রান করা কক্সকে আউট করে নিজের প্রথম উইকেট নেন তিনি। এরপর মোহাম্মদ নবি ও আতাল চতুর্থ উইকেটে ২৬ বলে ৪২ রান যোগ করলে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় দুবাই।

দুবাই ক্যাপিটালসের ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সেদিকউল্লাহ আতাল। ৪৪ বলে ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬৬ রানের ইনিংস খেলে তিনি ১৮তম ওভারে তাসকিনের দ্বিতীয় শিকারে পরিণত হন। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮০ রানের লড়াকু পুঁজি দাঁড় করায় দুবাই ক্যাপিটালস।

তাসকিন নিজের শেষ ওভারে ১২ রান দিলেও আরও একটি উইকেট তুলে নিয়ে ম্যাচ শেষ করেন ৩ উইকেট নিয়ে। শারজার বোলিংয়ে তাকে সহায়তা করেন মাথিসা পাতিরানা, আদিল রশিদ ও সিকান্দার রাজা-তিনজনই একটি করে উইকেট শিকার করেন।

চলতি আসরে মোস্তাফিজুর রহমান ধারাবাহিকভাবে উইকেট পেলেও তাসকিন এখনো নিজের সেরা ছন্দ খুঁজে নেওয়ার লড়াইয়ে রয়েছেন। তবে এই ম্যাচে ৩ উইকেট পাওয়া তার আত্মবিশ্বাস ফেরার ইঙ্গিত দিচ্ছে। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ-বাংলাদেশের এই তিন তারকার ভিন্ন দলে অংশগ্রহণ আইএল টি-টোয়েন্টিকে দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে বাড়তি আকর্ষণে পরিণত করেছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন