মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ভেঙে দুই নতুন অধিদপ্তর গঠনে বাধা কোথায়!
শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ২:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ভেঙে পৃথকভাবে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ এবং ‘কলেজ শিক্ষা অধিদপ্তর’ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দুটি পৃথক অধিদপ্তরের অর্গানোগ্রাম ও কার্যতালিকা প্রণয়নের জন্য ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (সরকারি মাধ্যমিক-১ শাখা) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, মাননীয় প্রধান উপদেষ্টার সদয় সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (সরকারি মাধ্যমিক অধি.)-কে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন—উপসচিব (সরকারি কলেজ-১), জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের উপসচিব পদমর্যাদার প্রতিনিধিসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (মাধ্যমিক), উপপরিচালক (সাধারণ প্রশাসন) এবং সহকারী পরিচালক (বাজেট)। সহকারী পরিচালক (বাজেট) কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশ অনুযায়ী, কমিটিকে Rules of Business, 1996 অনুসরণ করে নবগঠিত দুই অধিদপ্তরের কার্যতালিকা (Allocation of Business), সাংগঠনিক কাঠামো (Organogram), কর্মবণ্টন এবং টেবিল অব অফিসারস অ্যান্ড ইকুইপমেন্ট (TO&E) নির্ধারণ করতে বলা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে দুটি পৃথক অর্গানোগ্রামসহ পূর্ণাঙ্গ প্রস্তাব সরকারি মাধ্যমিক-১ শাখায় দাখিল করতে হবে।
সেই আদেশের স্বারক নম্বর: ৩৭.০০.০০০০.০৭১.১৫.১২৫.২৪-৩০৫। যেখানে গঠিত কমিটিকে ৩০ দিনের মধ্যে দুটি পৃথক অর্গানোগ্রাম প্রস্তুত করে সরকারী মাধ্যমিক ০১ শাখায় দাখিল করার কথা। অথচ ৭০দিন অতিবাহিত হলেও কোন কার্যকরি কোন পদক্ষেপ গ্রহণ করেনি মাউশি বিভাগ।
শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্টরা মনে করছেন, মাধ্যমিক ও কলেজ শিক্ষাকে আলাদা অধিদপ্তরের আওতায় আনার ফলে প্রশাসনিক দক্ষতা বাড়বে, সিদ্ধান্ত গ্রহণে গতি আসবে এবং শিক্ষা ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।
জনস্বার্থে জারি করা এ আদেশে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিন।
১৪৭ বার পড়া হয়েছে