গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ২:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার সামনে থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। তিনি জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে ঢাকা–রংপুর মহাসড়কসংলগ্ন কোমরপুর এলাকায় গ্রামীণ ব্যাংক কোমরপুর পলাশবাড়ী শাখার প্রধান ফটকের সামনে ককটেলসদৃশ চারটি বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও র্যাব-১৩, রংপুরের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে। প্রাথমিকভাবে সেগুলো ককটেল বলে ধারণা করা হচ্ছে।
ওসি মোজাম্মেল হক আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে র্যাব-১৩ রংপুর ব্যাটালিয়ন সদর দপ্তরের বোমা নিষ্ক্রিয়করণ দলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) তরিকুল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে।
১০৫ বার পড়া হয়েছে