শৈলকুপায় ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ৫:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পুলিশি অভিযানে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিশুক হোসেন (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার একটি দল শহীদনগর গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন মিশুক হোসেনকে আটক করে তার দেহ তল্লাশি চালানো হলে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মিশুক হোসেন শৈলকুপা উপজেলার মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি আব্দুর রহিমের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে বুধবার সকালে ঝিনাইদহ আদালতে পাঠানো হবে।
শৈলকুপা থানার এসআই তরিকুল ইসলাম, এএসআই ফেরদৌস ও আহসান হাবিব সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, ছোট-বড় কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না। মাদকসেবী ও ব্যবসায়ীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দেন তিনি।
১১৭ বার পড়া হয়েছে