ধামরাইয়ে পিকআপ থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার, চারজন আটক
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ ১১:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাই উপজেলার কালামপুর এলাকা থেকে সাড়ে ৫২ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাবের যৌথ দল।
শনিবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে কালামপুর এলাকার একটি চেকপোস্টে এ অভিযান চালানো হয়। মানিকগঞ্জ থেকে আসা একটি পিকআপ গাড়িকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে র্যাব-৪ এর একটি দল গাড়িটি ধাওয়া করে আটক করে। তল্লাশি চালিয়ে পিকআপ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পূর্বপাড়া এলাকার মৃত আবু মোল্লার ছেলে আক্কাস ওরফে শাকিল, বিজয়নগর থানার মৃত আবু সালামের ছেলে সাইদুল ইসলাম ওরফে সাইফুল (বর্তমানে সাভারের রেডিও কলোনিতে বসবাসরত), একই থানার কাশিনগর এলাকার মো. ফরিদ মিয়ার ছেলে মো. তারামিয়া এবং মানিকগঞ্জের শিবালয় থানার আলোকদিয়ার চর এলাকার মৃত জুরান শেখের ছেলে আরব আলী শেখ, যিনি বর্তমানে ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়নে ভাড়া বাসায় থাকেন।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাড়িতে গাঁজা বহনের কথা স্বীকার করেন বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম নায়েবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
২১০ বার পড়া হয়েছে