টেকনাফ সীমান্তে গুলির শব্দে চরম আতঙ্কে মানুষ
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ ১০:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকা মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও জান্তা সরকারের চলমান সংঘর্ষের কারণে আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে।
শনিবার (১৩ ডিসেম্বর) টানা গোলাগুলি ও মর্টারশেল বিস্ফোরণের সময় ওপার থেকে ছোড়া গুলি স্থানীয়দের বসতঘরে পড়ে, যার ফলে রাতভর মানুষ সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, গোলাগুলির শব্দে তাদের বাড়িঘর কেঁপে উঠেছিল। অনেক পরিবার ঘরে নিরাপদ স্থানে আশ্রয় নেয় এবং অনেকে সারা রাত ঘুমাতে পারেননি। নিরাপত্তাহীনতার কারণে মাছ শিকারে যাওয়া সম্ভব হয়নি।
হোয়াইক্যং বালুখালির বাসিন্দা সরওয়ার আলম বলেন, 'আমার বাড়িতে গুলি এসে পড়ায় আমরা সবাই খুব ভয় পেয়েছি। এখনো মনে হচ্ছে যে কোনো সময় আবার গুলি আসতে পারে। মধ্যরাতে কিছু গুলির শব্দও শোনা গেছে।'
হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, 'সীমান্তের ওপারে মিয়ানমারে বৃষ্টির মতো গোলাগুলি ও বিস্ফোরণ ঘটেছে। একদিন পেরিয়েও ভীতি কমেনি। মানুষ এখন চিংড়ি ঘের, চাষের জমি বা নদীতে যেতে পারছে না। কিছু গুলি বসতঘরে পড়ে টিনের চাল ছিদ্র হয়েছে। তবে বড় ধরনের কোনো সংঘর্ষ ঘটেনি।'
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, 'সীমান্তে গোলাগুলির ঘটনায় আমরা অবহিত। বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।'
মিয়ানমারের রাখাইন রাজ্যের গুরুত্বপূর্ণ শহর ও সীমান্ত এলাকা প্রায় দুই বছর ধরে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। রোহিঙ্গাদের কয়েকটি সশস্ত্র গোষ্ঠীও সেখানে সক্রিয়। ফলে মাঝে মাঝে বিস্ফোরণ ও ছোড়া গুলি বাংলাদেশ-সীমান্তবর্তী এলাকায় পড়ছে, যা টেকনাফ সীমান্তের মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।
১১২ বার পড়া হয়েছে