দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ ৭:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস। উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রিয়াজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন, উপজেলা প্রকৌশলী রাকিব হাসান এবং দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) আক্তারুজামান লিটন।
বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি তাঁদের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দৌলতপুর মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি কুমার বিন হাবিব।
১৭২ বার পড়া হয়েছে