কৌতুক ও যাদুতে দর্শকদের মুগ্ধ করলেন মোহা. সালাহউদ্দিন
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ ৭:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কৌতুক অভিনেতা ও যাদু শিল্পী মোহা. সালাহউদ্দিন তার অভিনব যাদু প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন।
তিনি বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত ব্যস্ততার বাইরে অবসর সময় পেলেই তিনি লোক হাসানো ও যাদু প্রদর্শনীতে নিজেকে ব্যস্ত রাখেন।
শৈশবকাল থেকেই যাদু প্রদর্শনের সঙ্গে যুক্ত সালাহউদ্দিনের যাদু দেখতে বন্ধু ও শুভানুধ্যায়ীদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি এমনই একটি যাদু আসর মাতান তিনি।
প্রদর্শনীতে তিনি ‘গিলিগিলি ওকাস ফোকাস’ মন্ত্র উচ্চারণ করে একটি কৌটা থেকে চকলেট ও টাকা বের করে দেখান। এরপর তার পরিবেশনার সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল একটি লম্বা চাকু মুখের ভেতরে প্রবেশ করিয়ে আবার নিরাপদে বের করে আনার কৌশল।
ব্যস্ত সড়কে অনুষ্ঠিত এই যাদু প্রদর্শনী দেখতে আশপাশের মানুষ ভিড় জমায়। কৌতুক ও যাদুর মিশ্রণে সালাহউদ্দিনের এই পরিবেশনা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল সৃষ্টি করে।
১২৭ বার পড়া হয়েছে