শৈলকুপায় প্রায় দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ৪:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পুলিশের অভিযানে প্রায় দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার আবাইপুর ইউনিয়নের কুমিড়াদহ গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানায় সদ্য যোগদানকারী এএসআই মাসুদ রানা হাটফাজিলপুর ক্যাম্পের আইসি এসআই শামীম মালথের সহযোগিতায় সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিড়াদহ গ্রামে অভিযান চালান। অভিযানে মাদক কারবারি রাজিব জোয়ার্দারের বাড়িতে তল্লাশি চালিয়ে তার বসতঘরের শয়নকক্ষ থেকে লুকিয়ে রাখা ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় রাজিব জোয়ার্দারকে হাতেনাতে আটক করা হয়। তিনি কুমিড়াদহ গ্রামের আব্দুল মান্নান জোয়ার্দারের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
শৈলকুপা থানায় যোগদানের প্রথম দিনেই উল্লেখযোগ্য এই সাফল্য অর্জন করায় এএসআই মাসুদ রানা প্রশংসা কুড়িয়েছেন। এর আগে তিনি হাটফাজিলপুর ক্যাম্পে দায়িত্ব পালনকালে সুনামের সঙ্গে কাজ করেছেন বলে জানায় পুলিশ।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা বলেন, 'কুমিড়াদহ গ্রামে পরিচালিত অভিযানে প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মাদক কারবারির পরিচয় বা প্রভাব যাই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের অভিযান চলমান থাকবে।'
১১৪ বার পড়া হয়েছে