উলিপুরে বিএনপির উদ্যোগে চালু হলো ফ্রি ইন্টারনেট জোন
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ৪:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ফ্রি ইন্টারনেট জোনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উলিপুর পৌরসভার শহীদ মিনার প্রাঙ্গণে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ফ্রি ইন্টারনেট জোনের উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি এবং কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী তাসভীর উল ইসলাম। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হায়দার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রশিদ, নয়ন মিয়া, বাদল ইসলামসহ দলটির স্থানীয় নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে তাসভীর উল ইসলাম বলেন, পৌর এলাকায় পরীক্ষামূলকভাবে ফ্রি ইন্টারনেট জোন চালু করা হলো। পর্যায়ক্রমে উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়নেও এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিএনপি কাজ করে যাচ্ছে।
ফ্রি ইন্টারনেট জোন চালু হওয়ায় বিশেষ করে উলিপুরের তরুণ ও শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।
১৩৬ বার পড়া হয়েছে