সর্বশেষ

জাতীয়বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর
অস্ত্রোপচারে হাদির মাথায় গুলির অস্তিত্ব মিলেনি : ঢামেক পরিচালক
দেশ সংকটের মধ্যে, ঐক্যের আহ্বান তারেক রহমানের
রাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুন
ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
আচরণবিধি নিশ্চিতে আজ থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা
সারাদেশতানোরে শিশু সাজিদের দাফন সম্পন্ন, জানাজায় মানুষের ঢল
পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ৯.৫ ডিগ্রি
আন্তর্জাতিকজাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
খেলাটি-টোয়েন্টি : ১৩ বলের ওভার করে সমালোচনায় আর্শদিপ, সিরিজে সমতায় দক্ষিণ আফ্রিকা
জাতীয়

দেশ সংকটের মধ্যে, ঐক্যের আহ্বান তারেক রহমানের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ ৩:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় গভীর নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “দেশ এখন অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে”— এবং এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী সব দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন তারেক রহমান। সেই সময় কয়েক ঘণ্টা আগে বিজয়নগরে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি তিনি তীব্র ভাষায় নিন্দা করেন।

তারেক রহমান বলেন, গত এক বছরে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে প্রকাশ্যে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার হুমকি দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, “একটি গোষ্ঠী দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে উঠেপড়ে লেগেছে।”

হাদির ওপর হামলাকে “ষড়যন্ত্রের অংশ” আখ্যা দিয়ে তিনি বলেন, “যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আজকের ওসমান হাদির ঘটনাই তার প্রমাণ।” তিনি আরও উল্লেখ করেন, কিছুদিন আগে চট্টগ্রামেও বিএনপির এক প্রার্থীকে এভাবে গুলি করা হয়েছিল।

এই পরিস্থিতিতে জাতীয়তাবাদী শক্তির সর্বোচ্চ ঐক্যের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, “দল ছোট-বড় বিষয় নয়—বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে, সবার আগে বাংলাদেশ—এ নীতিতে বিশ্বাসী সবাইকে আজ ঐক্যবদ্ধ হতে হবে।”

বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, “কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে—সে বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।” একইসঙ্গে তিনি জানান, প্রশাসন চাইলে বিএনপি হাদির ওপর হামলার তদন্তে সহযোগিতা করবে এবং দোষীদের আইনের আওতায় আনতে দলের নেতা-কর্মীদের সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদলের নেতাদের উদ্দেশে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, “যেকোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং যেকোনো মূল্যে দেশের মানুষকে তাদের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে সচেষ্ট থাকতে হবে।”

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন