হাদিকে কিভাবে, কারা গুলি করে মোটরসাইকেলে পালালো
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ ৩:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুরুতর অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।
ঘটনার সময় হাদির সঙ্গে থাকা মো. রাফি জানান, জুমার নামাজ শেষে তারা রিকশায় হাইকোর্টের দিকে যাচ্ছিলেন। বিজয়নগর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি হাদির ওপর গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
ডিআর টাওয়ারের নিরাপত্তাকর্মী লুৎফর রহমানও একই ধরনের তথ্য দেন। তিনি বলেন, পানির ট্যাংকির দিক থেকে দুই যুবক মোটরসাইকেলে এসে গুলি ছুড়ে আবার সেদিকেই ফিরে যায়।
দায়িত্বরত আনসার সদস্য ইমরান হোসেন হৃদয় ঘটনাস্থলে প্রথম পৌঁছান। তিনি জানান, টায়ার বিস্ফোরণের মতো শব্দ পেয়ে ছুটে এসে দেখেন রিকশার ওপর গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন হাদি। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, দুপুর আড়াইটার পর গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে হাসপাতালে আনা হয় এবং সঙ্গে সঙ্গেই চিকিৎসা শুরু করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জরুরি বিভাগে আনার পরই তার অবস্থাকে অত্যন্ত সংকটাপন্ন হিসেবে দেখা যায়। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, তাকে আনার কিছুক্ষণের মধ্যেই কার্ডিয়াক অ্যারেস্ট হয়। দ্রুত সিপিআর দেওয়ার পর সাময়িকভাবে রক্তচাপ স্থিতিশীল করা সম্ভব হলেও সামগ্রিক পরিস্থিতি এখনো অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
১০৯ বার পড়া হয়েছে