সাহিত্য
বৃষ্টির গান আকাশ গোলাপি
বৃষ্টির গান
মঞ্জুশ্রী দত্ত পাপিয়া
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ ৩:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
বৃষ্টির গান আকাশ গোলাপি
ধরা কুহু বন্ধন ছিল নানা রঙে
মোহনীয় বাতাস আসে ঝলসি ঝলসি
পৃথিবীর চরণে তৃষ্ণা বুঝায় বেলা বেলা করে ।
মেঘের আবির্ভাব নীল সুগন্ধি,
পৃষ্ঠে বাতাসের মিষ্টি বন্ধন বৈশাখী বেলা
ধানের শিশির কাপড় মোহনা মেলা,
পুনঃপ্রাপ্তির উল্লাস হৃদয়ে ছোঁয়া ফেলা।
ঝরা পাতা বুকে স্বপ্নে মেতে যায়,
বৃষ্টির গানে বাজে মাতাল হৃদয়ের তাল
পুরনো স্মৃতি আবেগ হয়ে ধীরে আসে,
জীবনের নতুন আয়াসে বৃষ্টি রবে বল ।
বৃষ্টির পানি যে ধুয়ে পৃথিবীর মুখ,
পুরনো আগুন যে পুনরুজ্জীবিত করে
এমনি জীবনের অপূর্ণ স্পর্শ যে
বৃষ্টির গান সব দুঃখ মিছিল ভেঙে ফেলে।
আবেগী সেই কথা সেই স্মৃতির আবেগ
বৃষ্টির গানে আবার জীবন শুরু হয়
পুরনো পাখির গান পুনঃসৃষ্টির গান
বৃষ্টির গানে সব পুনরুজ্জীবিত হয় ।
১২৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন